বিপিএল নিয়ে হতাশার কথা জানালেন হাবিবুল বাশার

বিপিএল আয়োজনের মূল কারণই হচ্ছে নতুন প্রতিভাবান ক্রিকেটারদের বের করে আনা। বিপিএলের প্রতি আসরেই এই কাজটি করে থাকেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা। সেই ধারাবাহিকতায় এবারের আসরেও নজর ছিল নির্বাচকদের।

তরুণ ক্রিকেটারদের উপর সবচেয়ে বেশি নজর ছিল নির্বাচকদের। কিন্তু এবারের আসর নিয়ে হতাশ হয়েছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। এবারের বিপিএল আসরে তরুণ ক্রিকেটাররা সেই ভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। নির্বাচকদের নজর কাড়তে ব্যর্থ হয়েছেন তারা।

এমনটিই মানছেন হাবিবুল বাশার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন জাতীয় দলের নির্বাচক এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারের আসর থেকে নতুন কাউকে দেখতে পাব বলেই আশা করেছিলাম। কিন্তু সেটা হলো না। সবাই সুযোগ পেয়েছিল ভালো কিছু করার। তবে তারা সেরকম পারফরম্যান্স করতে পারেনি।’