বিপিএল মাতাতে চিটাগং ভাইকিংসে যোগ দিল প্রোটিয়া তারকা

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ষষ্ঠ আসরের খেলা। এদিকে দিন যতো গড়াচ্ছে ততোই জমে উঠছে বিপিএল। এদিকে বিপিএল গ্রুপ পর্বের একদম শেষ পর্যায়ে। আর কিছু দিন পরেই শুরু হবে প্লে অফের খেলা। আর এই সময়ে চিটাগং ভাইকিংসে যোগ দিয়েছেন প্রোটিয়া পেসার হারদুস ভিলজয়েন।

এ ব্যাপারে মিডিয়ার সামনে এমন সংবাদ নিশ্চিত করেছে ভাইকিংস দলের এক কর্মকর্তা। এদিকে ২৯ বছর বয়সী ভিলজয়েন আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন। আর সেটা ২০১৬ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। এরপরে আন্তর্জাতিক অঙ্গণে আর দেখা জায়নি তাঁকে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুপরিচিত হতে চলেছেন ভিলজয়েন।

এদিকে পাকিস্তান সুপার লীগে খেলেছেন হারদুস ভিলজয়েন। এবার খেলছেন বিপিএলে। ভাইকিংসের গ্রুপ পর্বের ম্যাচ বাকী আছে একটি, এরপরেই প্লে অফ। এদিকে বিশ্বের বিভিন্ন লীগে খেলা ভিলজয়েন এখন পর্যন্ত টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ৮৭ টি। উইকেট পেয়েছেন ৯৮ টি। সেরা বোলিং ফিগার ১৬ রান খরচায় পাঁচ উইকেট।

তাছাড়া আগামী আইপিএলেও মাঠ মাতাবেন ভিলজয়েন। ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব শেষবারের নিলামে ৭৫ লক্ষ্য রুপি দিয়ে কিনেছে হারদুস ভিলজয়েনকে।