বিপিএল শেষ না করেই দেশে ফিরে যাবেন ডি ভিলিয়ার্স

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর দিয়েই প্রথমবারের বিপিএলে খেলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এখন পর্যন্ত রংপুরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স।

গ্রুপ পর্বে এখনো তিন ম্যাচ বাকি আছে রংপুর রাইডার্সের। আর এই তিন ম্যাচের পর আর দেখা যাবে না ডি ভিলিয়ার্সকে। রংপুর রাইডার্স ফাইনালে গেলেও দেখা যাবে না ডি ভিলিয়ার্সকে। ফাইনালের (প্লে’অফ পর্ব শুরুর আগে) আগে, গ্রুপ পর্ব শেষ করেই চলে যাবেন তিনি।

রংপুর রাইডার্স মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি এ প্রসঙ্গে বলেন, ‘ঢাকা পর্বে আমাদের শেষ ম্যাচটি খেলেই চলে যাবেন এবি ডি ভিলিয়ার্স। এমনকি প্লে’অফ পর্বে কোয়ালিফায়ার বা এলিমিনেটর ম্য্যাচেও আমরা এবি ডি ভিলিয়ার্সকে পাব না। তিনি দেশে ফিরে যাবেন।’

চট্টগ্রাম পর্বে আগামী সোমবার ঢাকা ডায়নামাইটস এবং পরদিন রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচ খেলে ঢাকা পর্বে আগামী ২ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রংপুর। আর এই ম্যাচ দিয়েই বিপিএলকে বিদায় জানাবেন ডি ভিলিয়ার্স।