ভারতে দেড় বছর কারা ভোগের পর ৭ বাংলাদেশেী কিশোর বেনাপোলে

মহসিন মিলন, (যশোর) বেনাপোল প্রতিনিধিঃ ভারতে দেড় বছর কারা ভোগের পর সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ৭ বাংলাদেশেী কিশোরকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করেন।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার আবুল কাশেম জানান, ফেরত আসা কিশোররা হলো, নড়াইলের কুড়লিয়া গ্রামের শওকত শেখের ছেলে রিয়াদ শেখ (৭), গোপালগঞ্জের খায়েরহাট জলকর পাড়ার শাহিন শরিফের ছেলে হৃদয় আলনুর (৮), পাবনার মশুরিয়া পাড়ার কিরন চন্দ্র বিশ্বাসের ছেলে দীপবিশ্বাস (৮), খুলনার মধুপুর গ্রামের ওমর শিকদারের ছেলে রোমান শিকদার (৯), দৌলতপুর গ্রামের মোশারেফ খানের ছেলে বাদল খান (৮), বাগেরহাটের মোংলাপোর্ট এলাকার রাসেল খানের ছেলে রাহাদ খান(৯) ও ঢাকার মিরপুর পীরেরবাগ এলাকার ইলিয়াসের ছেলে সৈয়দফাতি (১০)।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব শিশু-কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের দেড় বছরের জেল দেন।

জেলের মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত আনা হয়। পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেখান থেকে ‘রাইটস যশোর’নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে।