ভোলায় ওয়ার্ডকে শিশু বিবাহ মুক্ত ঘোষনা

আবদুল্লাহ নোমান, ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ভেদুরিয়ার ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের চর ভেদুরিয়া গ্রামকে শিশু বিবাহ মুক্ত ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।

ভেদুরিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডকে ইউনিসেফের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে বুধবার বিকেলে ব্যাংকের হাট কাটা বনিয়া খেলার মাঠে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড উন্মক্ত ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে খলিলুর রহমান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ভেদুরিয়া ইউপির চেয়ারম্যান মো: তাজল ইসলাম মাস্টার। এ সময় তিনি স্থানীয় কয়েকশ অভিভাক ও কিশোর- কিশোরীদের শিশু বিয়ে রোধে শপথ বাক্যে পাঠ করান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু বিয়ে শিশুর সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নকে বাধাগ্রস্থ করে। ফলে শিশুরা তাদের সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়ে বেড়ে উঠে। প্রতিনিয়ত সমাজে নারী নির্যাতন, যৌতুক এর মতো সামাজিক অবক্ষয় হচ্ছে। শিশু বিবাহকে সমাজ, জাতি তথা দেশকে ক্ষতিগ্রস্থ করে। শিশু বিবাহ এক ধরনের অপসংস্কৃতি। শিশু বিবাহ পরিবার দেশ, সমাজ ও জাতির জন্য অভিশাপ। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই সমাজের সবাইকে ঐক্যবদ্ধ বাল্য বিবাহ রোধে কাজ করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ এর সিফরডি অফিসার সনজিত কুমার দাস, জেলা তথ্য অফিসার আহসান কবীর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: ইকবাল হোসেন, উপজেলা: মাধ্যমিক শিক্ষা অফিসার জিহাদ হাছান, এলজিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী আব্দুস সালাম, কোস্টট্রাস্ট এর (আইইসিএম) প্রকল্পের প্রকল্প সমন্ময়কারী মিজানুর রহমান প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন, কোস্ট ট্রাস্ট এর সমন্বয়ক দেবাশীষ মজুমদার, এ্যাডভোকেসি ওমিডিয়া অফিসার আদিল হোসেন, উপজেলা মনিটরিং অফিসার মনিরুল ইসলাম।

কিশোর-কিশোরীদের মধ্যে বক্তব্য দেন সীমা, আমানউল্যাহ রাব্বী প্রমূখ। অনুষ্ঠানে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড গড়া প্রত্যয় নিয়ে গণসমাবেশে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ২টি কিশোরী ক্লাবের মাঝে ম্যাট বিতরণ করেন।