‘মাইক্রোসফট টেক সামিট’ ৫ জানুয়ারি ২০১৯

নিজেস্ব প্রতিবেদকঃ মাইক্রোসফট সহ বিভিন্ন নতুন প্রযুক্তি সবার কাছে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে, মাইক্রোসফট টেকনিক্যাল কমিনিউটি বাংলাদেশ, আগামী ৫জানুয়ারি ২০১৯ এক সেমিনারের আয়োজন করেছে।

সেমিনারটি রাজধানীর গুলশানে অবস্থিত মাইক্রোসফট বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সেমিনারে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সেলিস রকিং সফটওয়্যার এর চীফ টেকনোলোজি অফিসার শাহ আলি নেওয়াজ তপু, হেডব্লকসের সিইও মুহাম্মদ আসিফ আতিক, লিডসফট বাংলাদেশ লিঃ এর ম্যানেজার (সফটওয়্যার ডেভেলপমেন্ট) এবং মাইক্রোসফট এম,ভি,পি মো: মেহেদী হাসান, ইনসাইটইন টেকনোলজী এর সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মাইক্রোসফট এম,ভি,পি শাহরিয়ার হোসাইন, রেডিয়্যান্ট ডাটা সিস্টেমস লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এবং মাইক্রোসফট এম,ভি,পি সাবাহ শারিক, ক্রসওভার ফর ওয়ার্কের সি-শার্প ডটনেট সফটওয়্যার আর্কিটেক্ট মোঃ আলিম উল করিম এবং মাইক্রোসফট বাংলাদেশ লিঃ এর ফিল্ড টেকনিক্যাল ম্যানেজার নকীব জুরিস। এছাড়াও উপস্থিত থাকবেন মাইক্রোসফট টেকনিক্যাল কমিনিউটির মেম্বারগন।

এই সেমিনারে অংশগ্রহণকারীরা মাইক্রোসফট এযুর, ডটনেট কোর, এ এস পি ডটনেট কোর, মাইক্রোসফট ৩৬৫, আরটিফিসিয়াল ইন্টিলিজেন্স, মেসিন লার্নিং, মাইক্রো সার্ভিস, প্যারালাল প্রোগ্রামিং, মাইক্রোসফট কগিনিটিভ সার্ভিস সহ বিভিন্ন এডভান্সড টেকনোলজী সম্পর্কে হ্যান্ডসন ধারণা পাবে ।

বক্তারা সফটওয়ার প্রফেশনালদের সাথে টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবেন। ছাত্র, নতুন ডেভেলপারদের ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে বিভিন্ন পরামর্শ দিবেন। এছাড়াও ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হবে।