মাঠে নেমেই বিপদে চিটাগং

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে আজ মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হতে কিছুটা দেরি হয়। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম।

জবাবে ব্যাট করতে নামলে আবারো বৃষ্টি হানা দেয়। যার ফলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর ম্যাচ শুরু হয় তবে ১ ওভার কমিয়ে আনা হয়। কিন্তু মাঠে নেমেই বিপদে পড়ে চিটাগং। রানের খাতা না খুলেই ফেরেন দুই ক্রিকেটার। সাদমান ও ইয়াসিরকে ফেরান সাইফউদ্দিন।

এরপর ওহাব রিয়াজের বলে ফেরেন মুশফিক। বিজয়ের হাতে ধরা পরে ৬ রান করে ফেরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চিটাগংয়ের সংগ্রহ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২ রান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: তামিম ইকবাল, এনামুল হক (উইকেটরক্ষক), ইমরুল কায়েস (অধিনায়ক), সামসুর রহমান, এভিন লুইস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মেহেদি হাসান, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, ওহাব রিয়াজ।

চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শেহজাদ, ইয়াসির আলী, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা, মুশফিকুর রহিম, নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, আবু জায়েদ।