মির্জাগঞ্জে পিচঢালা রাস্তা ভেঙ্গে গেল ট্রাকের ভারে

খান মোঃ আসাদ উল্লাহ, মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালী জেলাধীন মির্জাগঞ্জে ট্রাকের ভারে রাস্তা ভেঙ্গে পরেছে। রশি টানা দিয়ে ট্রাকটিকে রাস্তার উপরে রাখা গেলেও ট্রাকসহ অনেকখানি ঢেবে গিয়েছে রাস্তা।

ঘটনাটি ঘটেছে মির্জাগঞ্জ উপজেলার অন্তর্গত বাজিতা গ্রামে। স্থানীয় নিউ মার্কেট বাজারের পশ্চিম দিকের রাস্তায় গ্রামীণফোনের একটা টাওয়ার বসানোর জন্য পাথর নিয়ে যাচ্ছিলো ট্রাকটি। পথিমধ্যে বিকাল পৌনে ৪ টার দিকে পূর্ব বাজিতা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দিঘীর পুকুরের পাশ দিয়ে পাথর নিয়ে যাওয়ার সময় ঢেবে যায় রাস্তাটি।

পাথরবাহী ট্রাকের ভারে রাস্তাটি ভেঙ্গে গেলে রাস্তার সাথে ঢেবে যায় ট্রাকটি। রাস্তার সাথে ট্রাকটিও পুকুরে পড়ে যাওয়ার উপক্রম দেখে ট্রাকে থাকা পাথর গুলো ফেলে দেয়া হয় এবং দড়ি দিয়ে ট্রাকটি বেঁধে গাছের সাথে টানা দেওয়া হয়।

রাস্তাটি আটকে যাওয়ায় আপাদত ঐ রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে। তবে অনেকদিন যাবৎ রাস্তাটির পাশ ভাঙ্গা অবস্থায় ছিলো। অনেকদিন আগেই রাস্তাটির ফুটপাথসহ খানিকটা পাঁকা রাস্তা ভেঙ্গে চলে গিয়েছে পুকুরে মধ্যে। আর একারণে পাথরবাহী ট্রাকের ভারে রাস্তাটি ঢেবে যেতে পারে বলে এলাকাবাসীর ধারণা।