মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়কে এমপিও ভুক্তিকরণের দাবি

আশিস রহমান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সমাজসেবামূলক যুব সংগঠন আলীপুর মুহিবুর রহমান মানিক সমাজকল্যাণ যুবসংঘের উদ্যোগে পিছিয়ে পড়া হাওর এলাকার শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মান বৃদ্ধি, মেধা বিকাশ, সামাজিক সচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখীকরণ ও পড়াশোনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিশাল অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল দশটায় দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুরে মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ ক্বারী মতিউর রহমান রায়হানীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমান, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান মামুন, শিক্ষক আব্দুল মতলিব, মাওলানা ইউসুফ রহমান, অভিভাবক সুরুজ মিয়া, আলীম উদ্দিন, আব্দুল মালেক, কর্নফুলি বেগম, মুহিবুর রহমান মানিক সমাকল্যাণ যুব সংঘের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক সজীব রহমান, গণমাধ্যম কর্মী আশিস রহমান প্রমুখ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী শিপার আক্তার ও স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মতিউর রহমান। বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানো, কোচিংয়ের পরিবর্তে বিশেষ ক্লাসের ব্যবস্থা চালুকরণ, স্কুলের শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন না দেওয়া, আগামীতে পাশের হার শতভাগে উন্নীতকরণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার মান বৃদ্ধিকরণ, স্কুলে অভিযোগ বাক্স চালু ও এলাকায় বাল্যবিবাহ রোধ করণ ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যন্ত হাওরপারের শিক্ষা ব্যবস্থা গতিশীল করতে মুহিবুর রহমান সোনালী নূর উচ্চ বিদ্যালয়কে দ্রুত এমপিও ভুক্তিকরণের দাবি জানান।