শার্শা সীমান্তে ফেন্সিডিলসহ দু’যুবক আটক

জয়নাল আবেদীন, বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার দৌলতপুর ও রঘুনাথপুর সীমান্ত থেকে ২১ বিজিবি ও ৪৯ বিজিবি পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ৬২২ বোতল ফেন্সিডিলসহ দু’যুবককে আটক করেছে।

সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযানে ভারত থেকে ফেন্সিডিল নিয়ে আসারপথে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের আমিন উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২৮), একই গ্রামের আব্দুল মালেক এর ছেলে মুজিবর রহমান(২৫)।

বিজিবি খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে দৌলতপুর মাঠে অবস্থান করার সময় বিজিবি তাদের ২৩২ বোতল ফেন্সিডিল সহ আটক করে।

অপরদিকে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি কতৃপক্ষ জানিয়েছে।