শেখ হাসিনাকে ইবি ভিসির অভিনন্দন

রায়হান মাহবুব, ইবি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয় এবং আওয়ামী লীগ সভানেত্রী চতুর্থবারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হওয়ায়, শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত হয়েছে।

প্রেরিত অভিনন্দন বার্তায় ড. রাশিদ আসকারী বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বিজয় পুনঃপ্রতিষ্ঠিত হলো। এ বিজয়ের মধ্য দিয়ে গণতন্ত্র এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানের পথ আরও সহজতর ও বেগবান হলো।”

অপর পৃথক পৃথক অভিনন্দন বার্তায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয় এবং আওয়ামী লীগ সভানেত্রী চতুর্থবারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহামান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।

প্রেরিত অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, “জননেত্রী শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এজন্য জননেত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ।”