শোয়েব আখতারের সেই মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন সরফরাজ

দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার আন্দেলো ফেহলুখায়োকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। দুটি ওয়ানডে ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে তাকে নিষিদ্ধ করেছে আইসিসি।

যার ফলে তাকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিকে চার ম্যাচের জন্য নিষিদ্ধের সিদ্ধান্তে সরফরাজ সহজে ছাড় পেয়ে গেলেন বলেই জানিয়েছিলেন শোয়েব আখতার। তিনি বলেছিলেন, ‘একজন পাকিস্তানি হিসেবে এটা কোন মতেই মানতে পারছি না। আমার মনে হয় মুহূর্তের উত্তেজনায় ও এটা বলে বসেছে। এর জন্য ওর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।’

শোয়েব আখতারের সেই মন্তব্য নিয়ে সরফরাজ বলেন, ‘আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। সমালোচনা করা হয়নি। আমি তো নিজের ভুল মেনে নিয়েছি। শাস্তি মাথা পেতে নিয়েছি। এই ব্যাপারটা সামলানোর জন্য পিসিবিকে ধন্যবাদও দিতে চাইছি। আমি নিজেকে শুধরে নিয়ে ভবিষ্যতে পারফরম্যান্সে উন্নতির চেষ্টা করব। যারা এই কঠিন সময়ে আমার পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ।’