সংযুক্ত নড়াইল-২ আসনের নবাগত এমপি মাশরাফী বিজয়ের পর বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ আজ ১ জানুয়ারি ২০১৯ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত এমপি জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বিজয়ের পর, নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ।

আরো উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জাহানারা ওয়াহিদ, সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, জেলা মহিলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা পরিষদের সংরক্ষিত সদস্যর ওশন আরা লিলি সহ দলীয় নেতাকর্মীরা। মাশরাফী নির্বাচিত হওয়ার পর দুপুরে প্রথমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুরমুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করেন।

সরকারি উন্নয়ন কাজের যথার্থতা নিশ্চিত করতে চান। বিজয়ের পর প্রতিক্রিয়ার এ কথা বলেন। এছাড়া মাশরাফি আরও বলেন, নড়াইলের সড়ক, শিক্ষা, স্বাস্থ্যসেবাও কৃষি উন্নয়নে ব্যাপক কাজ করতে চাই। সমষ্টিগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করার কথা অঙ্গীকার করেন। এছাড়া খেলাধুলার উন্নয়নেও কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। মাশরাফি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় নবাগত এমপি হিসেবে তাঁকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এদিকে মাশরাফির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নড়াইলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাশরাফি নড়াইলের উন্নয়নের যথেষ্ট ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা বা আশা করছেন সকলেই।