সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে পেতে চায় শ্যামনগর বাসী

অনাথ মন্ডল, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৮ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে প্রতিমন্ত্রী হিসেবে পেতে সংবাদ সম্মেলন করেছে শ্যামনগর উপজেলার সম্মিলিত নাগরিক সমাজ।

শুক্রবার বেলা ৩টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল ।

লিখিত বক্তব্যে তিনি জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়ে বলেন, বাংলাদেশের সর্ব বৃহৎ উপজেলা ১০৮ সাতক্ষীরা-৪ শ্যামনগর এবং কালিগঞ্জ (আংশিক) আসনের বার বার নির্বাচিত জনবন্ধুখ্যাত সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে দেখা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। এস এম জগলুল হায়দার দশম সংসদে এমপি থাকাকালীন সময়ে এ অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে জনবন্ধু খ্যাতি পেয়েছে।

এই অঞ্চলটি প্রাকৃতিক সম্পদের অপর সম্ভাবনাময় একটি স্থান। দেশের সিংহ ভাগ বৈদশিক রাজস্ব আদায় হয়ে থাকে এ অঞ্চলের সাদাসোনা খ্যাত চিংড়ি রপ্তানীর মাধ্যমে। এ ছাড়া বিশ্বের একক ম্যানগ্রোভ বন সুন্দরবন এই শ্যামনগর উপজেলায় অবস্থিত হওয়ায় পর্যটন ক্ষেত্রে রাজস্ব আদায়ে রয়েছে অসীম সম্ভাবনা। অথচ এই জনপদের মানুষ দীর্ঘদিন কোনো মন্ত্রীর ছোয়া পায়নি। স্বাধীনতা পরবর্তী সময়ে বিএনপির ড. আফতাবুজ্জামান মৎস্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও এরপর থেকে এই উপকূলের মানুষ আর কোনো মন্ত্রীর ছোয়া পায়নি।

তিনি তার লিখিত বক্তব্যে আরো বলেন, শ্যামনগর উপজেলাটি চিংড়ি চাষে দেশের রাজস্ব আয়ে ব্যপক অবদান রেখেই চলেছে। এর সাথে সম্ভাবনার দারপ্রান্তে এখানকার পর্যটন। এখানে সুন্দরবনের মুন্সিগঞ্জ আকাশলীনা, গোপালপুর পিকনিক কর্ণার, হরিচরন জমিদার বাড়ি, বংশীপুর শাহী মসজিদ ও বংশিপুর হাম্মাম খানাসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে যেটি পর্যটন বিকাশে সহায়ক হিসাবে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে।

এখানে একজন মন্ত্রীর ছোয়া পেলে এলাকাটি বাংলাদেশের অন্যতম স্বনির্ভর উপজেলায় পরিণত করা সম্ভব বলে মনে করি। তিনি লিখিত বক্তব্যে আবেদন রেখে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পর্যটন শিল্পে বিপ্লব ঘটাতে নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এস এম জগলুল হায়দার অত্র অঞ্চলের চার চারটি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ বিভিন্ন প্রকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ অঞ্চলের আপামর সাধারণের প্রাণের দাবি সাংসদ জগলুল হায়দারকে প্রতিমন্ত্রি হিসেবে পাওয়া।

সংবাদ সম্মেলন শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবিরের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা এস এম জগলুল হায়দারকে মন্ত্রি হিসেবে পেতে জোর দাবি জানান। বক্তব্য রাখেন, উপজেলা ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, নওয়াবেঁকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাব, আতরজান মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি, এম আমির হোসেন, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ আব্দুল মান্নান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনান্দ মূখার্জী, জোবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মোঃ আব্দুল খালেক, উপজেলাপূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাক্তন শিক্ষক রবীন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণ পদ মন্ডল, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল, সদর আ’লীগের সাধারণ সম্পাদক দূর্গাপদ চক্রবর্তী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি মুঞ্জুর এলাহী খোকন, উপজেলা মহিলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ারা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, সাধারন সম্পাদক আব্দুল হাকিম সবুজ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজ সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, উপজেলা রিপোটর্স ক্লাবের সাংবাদিক বৃন্দ, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সাংবাদিক বৃন্দ।