সিলেটে সিক্সার্সের হয়ে অনবদ্য ইনিংস খেলে নজর কাড়লেন বিসিবির নির্বাচকদের

আবুল হাসনাত, কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ বাংলাদেশের হার্ডহিটার খ্যাত ব্যাটসম্যান সাব্বির রহমানকে বলা হয়।

এক সময় বাংলাদেশের নিয়মিত ব্যাটসম্যান ছিলেন। কোচ চন্দ্রিকা হাতুরুসিংহে কোচ থাকাকালে একবার তিনে আবার সাত নাম্বার পজিশনে খেলিয়ে ছিলেন। তিন ফরম্যাটে অনেকটা সফল হয়ে ছিলেন। তবে নানান বিতর্কে জর্জরিত সাব্বির রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছয় মাসের যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা এখনো অব্যাহত।

গত সেপ্টেম্বর নিষেধাজ্ঞার খড়গ চেপেছিল সাব্বিরের ঘাড়ে। নিষেধাজ্ঞার সেই যন্ত্রণা নিয়েই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ব্যাট হাতে মুগ্ধ করলেন সাব্বির। মিডল অর্ডার থেকে হঠাৎই ওপেনিং করতে দেখা যাচ্ছে তরুণ ব্যাটসম্যানকে। আজ রংপুর রাইডার্সের বিপক্ষেও সিলেটের ইনিংসের সূচনা করতে নেমেছিলেন।

লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরুর দিকে বেশ সাবধানীই ছিলেন সাব্বির। তবে উইকেটে সেট হওয়ার পর রংপুর বোলারদের রীতিমতো তুলাধুনা করেছেন হার্ডহিটার এই ব্যাটসম্যান। সিলেট সিক্সার্সের ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে মাত্র ৫১ বল খেলে ৮৫ রান করেছেন সাব্বির।

তরুণ হার্ডহিটারের ইনিংসে চারের মার ৫টি, ছক্কা ৬টি। সাব্বিরের সাথে আজ ঝড় তুলতে পেরেছেন নিকোলাস পুরানও। মাত্র ২৭ বল খেলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৭ রানে অপরাজিত ছিলেন ক্যারিবিয়ান তরুণ। দুই তরুণের ঝড়ে সিলেটও পেয়েছে বিশাল সংগ্রহ। সাব্বির-পুরানে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রানের সংগ্রহ গড়েছে সিলেট সিক্সার্স। তবে কি সাব্বির রহমান বিসিবির কর্মকর্তাদের তাক লাগালেন।

২০১৯ বিশ্বকাপের আগে কি সাব্বির রহমান যুক্ত হচ্ছেন বাংলাদেশ দলে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর নজর কাড়লেন। পেয়ে যেতে ইংল্যান্ড বিশ্বকাপে স্কোয়াডে থাকার সুযোগ।

এদিকে সিলেট সিক্সার্সের হয়ে এমন ঝড়ো খেলে রিতিমতো আলোচনায় চলে এসেছেন সাব্বির রহমান। অনেকের দাবি যদি সাব্বির রহমান ইংল্যান্ড বিশ্বকাপের আগে দলে সংযুক্ত হন তাহলে অনেক শক্তিশালী দল হবে বাংলাদেশের। সিলেট আজকের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে অবশ্য তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে যায়।

সাব্বির রহমানকে নিয়ে অনেক আলোচনায় তুঙ্গে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো নিষেধাজ্ঞা উঠিয়ে দলে অন্তভূক্তি করতে দাবি জানাচ্ছেন। আবুল হাসনাত রুহিন নামে একজন লিখেছেন সাব্বির সবসময় বেস্ট অবশ্যই দলে ফিরলে আরো ভাল করবে। সাজ্জাদ আহমদ লিখেছেন যদি থাকে কনুর জোর তবে ঘুরে যাবে ম্যাচের মোড় তেমনি একজন সাব্বির রহমান।