সুনামগঞ্জে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের থেকেও আধুনিক বিশ্ববিদ্যালয় হবে-পরিকল্পনা মন্ত্রী এম.এ.মান্নান

আশিস রহমান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমার স্বপ্নের বড় একটি প্রকল্প, যেটা নিয়ে আমি আমার নেত্রীর সাথে কথা বলছি, আশা পেয়েছি, আশ্বস্তি পেয়েছি সুনামগঞ্জে আমরা একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করব যা হবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের থেকেও আরো আধুনিক, আরো বড়। ‘

তিনি আরো বলেন, ‘রানীগঞ্জ সেতু নির্মাণের কাজ প্রায় শেষ। ডাবর-জগন্নাথপুরের সকল সেতু ভেঙ্গে প্রশস্ত সেতু নির্মাণের কাজ শুরু করেছি। সিলেট-সুনামগঞ্জ আরো বড় ও প্রশস্ত করা হবে। সুনামগঞ্জ মেডিকেলের কাজ খুব শিঘ্রই শুরু হবে। টেক্সটাইল ইনস্টিটিউটের টেন্ডার হয়ে গেছে খুব শিঘ্রই কাজ শুরু হবে। শান্তিগঞ্জের ৫০ শয্যা হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে চলছে।’

বৃহষ্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা পরিষদ কর্তৃক আয়োজিত পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ সুনামগঞ্জের ৫ সংসদ সদস্যকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাওরের মানুষের শ্রেষ্ঠ বন্ধু আখ্যায়িত করে সবাইকে পাশে থাকার আহবান জানান।

জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা সবুজ কান্তি দাস ও ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ।