সেই ঘটনার জন্য এবার কঠিন শাস্তি পেলেন সরফরাজ

দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার আন্দেলো ফেহলুখায়োকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদকে। যদিও এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু এরপরেও শেষ রক্ষা হল না তার।

এই ঘটনার জেরে এবার তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। দুটি ওয়ানডে ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি। আর তাইতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নেই তিনি। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন শোয়েব মালিক।

এদিকে সরফরাজের ব্যাপারে শোয়েব মালিক বলেন, ‘সরফরাজকে আমরা চেয়েছিলাম। কিন্তু ওই ঘটনার কারণে সেটা সম্ভব হয়নি। আমরা সবাই জানি যে কী হয়েছে। সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে তারা আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি আমার সেরাটা দিয়ে খেলতে চাই।’

এদিকে সরফরাজের ব্যাপারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি সরফরাজকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’