সৈয়দ আশরাফের মৃত্যুতে দোয়া ও মোনাজাত করেছে স্পেন ছাত্রলীগ

ইসমাইল হোসাইন রায়হান, স্পেন প্রতিনিধি: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সারাদেশে এবং বহি:বিশ্বে তার ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্পেন ছাত্রলীগের উদ্যোগে তাৎক্ষনিক এক দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত মোনাজাত উপস্থিত ছিলেন, স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হান, সাধারন সম্পাদক অজিহ উদ্দিন মারুফ, শফিউল আলম সুমন, আব্দুন নূর নীরব, মো: রাজীব, রাজু শাহ, লষ্কর, রোমান প্রমুখ।

স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হান সৈয়দ আশরাফের বিদায়ী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।