সোনারগাঁওয়ে ১৪ জানুয়ারী থেকে লোক ও কারুশিল্প মেলা শুরু

সাইফুল ইসলাম, সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগামী ১৪ জানুয়ারী থেকে শুরু হবে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা।

শনিবার( ৫ জানুয়ারী) স্হানীয় প্রশাসন ও জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

বাংলদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সভা কক্ষে ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাসেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সোহেল রানা ও উপ কমান্ডার ওসমান গনি প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ লিয়াকত হোসেন খোকা জানান, অতীতের যে কোন বছরের তুলনায় এবারের উৎসব ব্যতিক্রম হবে। এবারের মেলায় পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। মেলায় গ্রামীন ঐতিহ্যের সকল উপাদান বিদ্যমান রাখার চেষ্টা করা হবে।