সৌম্য-সাব্বিরের নিয়ে সমালোচনা করল জনপ্রিয় ধারাভাষ্যকার

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার এবং সাব্বির হোসেন। আর এই দুই তারকা কিভাবে জাতীয় দলে সুযোগ পায় সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত শারাফাত।

সম্প্রতি ভাইরাল হওয়া শারাফাতের একটি ভিডিও বার্তায় তিনি বলেন, শুধু আন্তর্জাতিক নয়, বিপিএলেও ব্যর্থ সৌম্য। গত কিছু ম্যাচে বিপিএলে তার দলই তাকে একাদশে রাখেনি। এমন একজন তারকাকে কিভাবে জাতীয় দলে নেয়া হল! টিম ম্যানেজমেন্টের এমন হঠকালী সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।

শারাফাত সাব্বিরকে নিয়ে বলেন, নানা কার্যকলাপ ও অনেক কেলেঙ্কারির কারনে তাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হল। কিন্তু শাস্তি শেষ হওয়ার আগেই কিভাবে তাকে দলে নেয়া হল এটিই অবাক করার ব্যাপার। আমি আশা করব বোর্ড ভবিষ্যতে এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকবে।