স্কুলে দুদকের গোপন অভিযান, নেই আট শিক্ষকের সাতজনই

শিক্ষকদের উপস্থিতি দেখতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান (দুদক) ইকবাল মাহমুদ চট্টগ্রাম মহানগরীর কয়েকটি বিদ্যালয়ে আকস্মিক অভিযান পরিচালনা করেছেন। অভিযানকালে স্কুলগুলোতে বেশিরভাগ শিক্ষককেই অনুপস্থিত দেখা গেছে।

আজ রবিবার ২৭ জানুয়ারি সকালে চট্টগ্রাম মহানগরীর কয়েকটি স্কুলে এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি দেখতে সেখানকার কয়েকটি প্রতিষ্ঠানে আকস্মিক হানা দিয়েছেন দুদক চেয়ারম্যান।

আর এ সফরে স্কুলগুলোতে বেশিরভাগ শিক্ষককেই অনুপস্থিত পেয়েছেন তিনি। আজ সকাল ৯টা ১৫ মিনিটেই দুদক চেয়ারম্যান হাজির হন নগরীর কাট্টলী নুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে স্কুলের সময়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বাইরে দেখা যায়।

এ সময় স্কুলে প্রবেশ করে তিনি দেখেন, স্কুলের আটজন শিক্ষকের মধ্যে একমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত, বাকি সাতজন শিক্ষকই অনুপস্থিত। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় প্রাঙ্গণের আশে-পাশে আচার-চানাচুর খেয়ে অলস সময় পার করছে। তাছাড়া একই ধরনের পরিস্থিতি দেখা যায় আরো কয়েকটি স্কুলে।