সাব্বির ইস্যুতে বিদেশি সংবাদমাধ্যমের বিস্ময় প্রকাশ!

অফফর্ম, আচরণবিধি লঙ্ঘন করার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ ছিলেন সাব্বির। কিন্তু শাস্তি কমিয়ে তাকে নিউজিল্যান্ড সফরের দলে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাব্বিরের শাস্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২৮শে ফেব্রুয়ারি৷

কিন্তু শাস্তি কমিয়ে তাকে নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে। আগামী ১৩ই ফেব্রুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। আর হঠাৎ করে সাব্বিরের দলে ফেরার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বেশ কয়েকটি বিদেশি গণমাধ্যম।

নিউজিল্যান্ডের খ্যাতনামা সংবাদমাধ্যম ‘স্টাফ’ তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘নিষেধাজ্ঞা শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই নিষিদ্ধ ক্রিকেটারকে নিউজিল্যান্ড সফরের দলে নিল বাংলাদেশ।’

তারা তাদের প্রতিবেদনের শুরুতে বলেছে, ‘শাস্তির মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই নিষিদ্ধ ব্যাটসম্যান সাব্বির রহমানকে নিউজিল্যান্ড সফরে দলে টানার কারণ হিসেবে বোঝাবুঝির ভুলকে দোষারোপ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

একই সঙ্গে ক্রিকইনফোর উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি আরো লিখেছে, ‘পেশাদার প্রতিষ্ঠান হিসেবে তাঁরা হাস্যরসের বিষয়বস্তু। এ ছাড়াও সব মিলিয়ে বাংলাদেশ দলের সংস্কৃতি নিয়ে এটি বিপজ্জনক বার্তাও।’

নাজমুল হাসান পাপনের উদ্ধৃতি প্রকাশ করে ‘স্টাফ’ লিখেছে, ‘যখন আমার কাছে খেলোয়াড় তালিকা সই করার জন্য আসে, আমি জিজ্ঞাসা করেছিলাম ওর (সাব্বির) শাস্তির ব্যাপারটা। আমাকে বলেছে শাস্তি শেষ। হয়তো ভুল করে বলেছে কিংবা হতে পারে মেয়াদটা কমিয়ে দেওয়াতে শাস্তি কমে গেছে।’