আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি মোটেও ভালো কাটেনি বাংলাদেশ দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এবার তাদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

আগামী ২৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। তবে এর আগে আগামীকাল ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

লিঙ্কলনের বার্ট সাচলিফ ওভালে এই প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। নিউজিল্যান্ড বোর্ড একাদশে আছেন অভিজ্ঞ বোলার অ্যাডাম মিলনে।

নিউজিল্যান্ড বোর্ড একাদশঃ বারাত পপলি (অধিনায়ক), জ্যাকব ভুলা, ম্যাক্স চু (উইকেট রক্ষক), ব্ল্যাক কোবার্ন, আন্দ্রে ফ্লেচার, নিক কেলি, বেন লকরস, কেন ম্যাকলুর, অ্যাডাম মিলনে, অ্যাড নুশালে, ডেল পিলিপস ও বেন সেরাস।

বাংলাদেশ টেস্ট স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও ইবাদত হোসেন।