আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছিল ইংল্যান্ড।এবার ঘোষিত সেই দল থেকে অফস্পিনার মঈন আলীকে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় নেয়া হয়েছে আরেক অলরাউন্ডার স্যাম কুরানকে।
এবারের বিশ্বকাপ ইংল্যান্ডে। আর এই বিশ্বকাপের আগে নিজেদের সেরা দলটি নিয়েই যেতে চায় তারা। সেজন্য খেলোয়ারদের বিশ্রাম দিয়ে দিয়ে সবাইকে সুযোগ দিচ্ছে তারা। আর সেই ধারায় এবার সুযোগ পেল স্যাম কুরান।
এর আগে বলা হয়েছিল উইকেট কিপার জস বাটলার এবং অলরাউন্ডার বেন স্টোকসকে বিশ্রাম দেয়ার কথা। এবার সেখানে যোগ হল মঈন আলীর নাম।
ফলে এই তারকা আইপিএলের আগে বেশ বিশ্রামের সময় পাচ্ছেন। আইপিএলে মঈন আলী খেলবেন আরসিবির হয়ে। স্যাম কুরানকেও কিনেছে পাঞ্জাব।