পাকিস্তান সুপার লিগ পিএসএলে রেকর্ড গড়েছেন করাচি কিংস তারকা কলিন ইনগ্রাম। মাত্র ৫৯ বলে ১২৭ রান করেছেন যা পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। আর তার ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে কোয়েটার বিপক্ষে জিতেছে দলটি।
পিএসএলের ১৫তম ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করে কোয়েটা গ্লাডিয়েটর্স। দলের পক্ষে রাইলি রুশো ৩২ বলে ৪৪, উমর আকমল ৩৭ বলে ৫৫ এবং আনোয়ার আলী ৬ বলে করেন ২৭ রান।
জবাব দিতে নেমে ৪ রানেই দুই ওপেনারকে হারায় করাচি। কিন্তু চার নম্বরে নামা কলিন ইনগ্রামের একক লড়াইয়ের কাছেই হেরে যায় কোয়েটা। কলিন ইনগ্রাম ১২টি চার ও ৮টি ছক্কায় ৫৯ বলে ১২৭ রান করে অপরাজিত থাকেন। তার সাথে ৯ বলে ১৫ রান করে ডাঙ্ক অপরাজিত থাকেন।
এই দলের বাকি তারকাদের মধ্যে লিভিংস্টন ১৮, আওয়াইস জিয়া ১৯, মুনরো ৩, বাবর আজম ০ রানে আউট হয়।