এবার ক্লিনিকে ডাক্তার সেজে অপারেশন করলেন মালিক!

ক্লিনিকে ডাক্তার সেজে অপারেশন অভিযোগ ওঠেছে এক প্রাইভেট ক্লিনিকের মালিকের বিরুদ্ধে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকের মালিকের বিরুদ্ধে ডাক্তার সেজে অপারেশন করার এই অভিযোগ উঠে।

এ ঘটনায় এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। কামরুন্নাহারের (২৬) নামে ওই প্রসূতি মৃত্যুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ক্লিনিক মালিক আবুল বাশারকে আটক করেছে। নিহত কামরুন্নাহার মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।

বিষয়টি নিয়ে নিহতের স্বজনদের অভিযোগ, ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াপোতা গ্রামের কামরুন্নাহারের প্রসব বেদনা উঠলে গত শুক্রবার রাতে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা বাজারে অবস্থিত মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকের ভর্তি করা হয়। রাতেই ক্লিনিকের মালিক আবুল বাশার নিজেই ডাক্তার সেজে ক্লিনিকের সহকারীকে সাথে নিয়ে তাকে অপারেশন করতে থাকেন।

পরবর্তীতে ওই প্রসূতির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। অবস্থার বেগতিক দেখে ক্লিনিক মালিক তাকে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেয়। কিন্তু পথিমধ্যে রোগী মারা যায়।

এ ঘটনায় শনিবার সকালে রোগীর স্বজন ও গ্রামবাসী জোটবন্ধ হয়ে ওই মালিককে মারপিট করে পুলিশে দেয়।

বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, মৃত্যুর ঘটনায় শনিবার সকালে ক্লিনিক মালিককে এলাকাবাসী মারপিট করছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে বাঁচিয়ে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।