এমবাপ্পের জোড়া গোলে পিএসজির জয়

ফ্রেঞ্চ লিগে পিএসজিকে একাই টেনে নিয়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। নেইমার এবং কাভানির না থাকার সময়ে পুরো দায়িত্ব কাঁধে তুলে নেয়া এমবাপ্পে গতরাতে করেছেন জোড়া গোল। সেই সুবাধে তার দল জিতেছে ৩-০ গোলে।

নিজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ম্যাচের ৪০ মিনিটে ক্রিশ্টোফার এনকুকুর গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে ছিল তারা।

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করে এমবাপ্পে। বার্নাটের পাসে গোলটি করার পর ম্যাচের ৮৯ মিনিটে পিএসজির বড় জয় নিশ্চিত করে এমবাপ্পে। এবার এনকুকুর পাসে গোলটি করেন তিনি।