ছেলেকে নিয়ে পবিত্র ‘ওমরাহ হজ্ব’ পালন করতে সৌদি আরবে ইমরুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ষষ্ঠ) আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের অধিনায়ক ইমরুল কায়েস নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে জায়গা পাননি। একই সঙ্গে ইনজুরিতে ভুগছেন তিনি।

ইনজুরির কারণে তিন অথবা চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এদিকে এই সময়ে ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে সৌদি আরবে গেছেন ইমরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুল।

মক্কার পবিত্র মসজিদ-আল-হারামে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন ইমরুল। সেখানে তিনি লিখেন, ‘Peaceful..pleasure..Allhumdulillah’
(শান্তি…আনন্দ…আলহামদুলিল্লাহ)