বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না সাকিবের। তবে টেস্ট সিরিজে সাকিবের খেলার সম্ভাবনা রয়েছে।
দলের সেরা এই তারকাকে দলে না পাওয়া বড় এক ধাক্কা বাংলাদেশের জন্য। তবে সাকিবকে ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করা সম্ভব বলেই জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সফরে সাকিবের না থাকাটা আমাদের জন্য বড় ধাক্কা। আশা করি সে দ্রুতই ফিরবে। তবে সাকিব না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করা সম্ভব। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ভালো কিছু করার।’
উল্লেখ্য, আগামী ১৩ই ফেব্রুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।