দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়শিপের শেষ ম্যাচে আজ সকালে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল। আর হারে শিরোপা স্বপ্ন শেষ হয়েছে আর্জেন্টিনার।
আর্জেন্টিনা শিরোপা জিততে না পারলেও হয়েছে রানার্সআপ। ১০ পয়েন্ট নিয়ে শিরোপা জেতা ইকুয়েডরের থেকে এক পয়েন্ট পিছিয়ে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা।
এদিকে আর্জেন্টিনা রানার্সআপ হলেও ঠাই হয়নি ব্রাজিলের। চুড়ান্ত পর্বে প্রতিটি দল ৫টি করে ম্যাচ খেলেছে। সেখানে ব্রাজিল জিতেছে মাত্র একটি ম্যাচ এবং একটিই হল আর্জেন্টিনার বিপক্ষে।
চুড়ান্ত পর্বে ব্রাজিল ৫ ম্যাচে সংগ্রহ করেছে ৫ পয়েন্ট। জিতেছে একটি এবং ড্র করেছে দুটি। ব্রাজিল কলম্বিয়া এবং ইকুয়েডরের বিপক্ষে ড্র করেছে। জিতেছে আর্জেন্টিনার বিপক্ষে। ভেনিজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে হেরেছে।
সব মিলিয়ে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তারা ৬ দলের মধ্যে হয়েছে ৫ম। তাদের পেছনে ছিল কেবল ভেনিজুয়েলা। তাদের পয়েন্ট ছিল চার।