প্রথমবারের মত প্রেমে পড়েছেন মেহজাবীন-অপূর্ব

বাংলাদেশের নাটক মানে অপূর্ব-মেহজাবীন জুটি। আর এই জনপ্রিয় জুটি প্রেমে পড়েছেন। তবে তা অবশ্যই বাস্তবে নয়নাটকে। দর্শকনন্দিত এই জুটি ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’র মত প্রথম প্রেমে পড়ার পর এখন তাদের প্রেমের বসন্তকাল চলছে। তাইতো চুটিয়ে প্রেম করছেন দুজনে।

মেহজাবীন-অপূর্ব জুটি একাধিক জনপ্রিয় নাটক উপহার দিয়েছে। এবার এই জুটি ‘ফার্স্ট লাভ’ নামে একটি নাটকে অভিনয় করছেন। এই মধ্যে নাটকটি নিয়ে আলোচনা চলছে। এই নাটকে জমজমাট একটি গানও থাকছে। এতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমান ও তরুণ শিল্পী পূজা।

‘স্বপ্ন ভেজা মেঘ’ শিরোনামে এই গানটি ফার্স্ট লাভ নাটকে ব্যবহার করা হয়েছে। আর এই নাটকটির মূল আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে গানটিকে। গানটির কথা স্নোহাশীষ ঘোষ। সুর-সংগীত করেছন রেজওয়ান শেখ। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গানটির ভিডিও আজ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

গানটিতে অপূর্ব ও মেহজাবীন চৌধুরী ছাড়াও রয়েছেন মডেল-অভিনেতা অর্ণব অন্তু।

গানটি নিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে পূজা জানান, ভিডিওতে অভিনয় করা তিন শিল্পীই তার খুব পছন্দের। গান ও নাটকটি সবার ভালো লাগবে-এমন আশা পূজার।

মিনার রহমান বললেন, আমি এর আগে কণা আর ন্যানসির সঙ্গে দুটি ডুয়েট গেয়েছি। এবার গাইলাম পূজার সঙ্গে। গানটি বেশ রোমান্টিক। ভালো কথা, ভালো সুরে গাওয়া। আর ভিডিওটি দেখার পর আরও ভালো লাগলো। সবমিলিয়ে চমৎকার।