প্রেম মানেনা বাধা। আর সেই বাধা না মানার কারণেই প্রেমের টানে প্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিল যুবক। আর সেই যাওয়াটাই হল তার জীবনের শেষ যাওয়া। কেননা, প্রেমিকার বাড়ির লোকজন তাকে পুড়িয়ে মেরে ফেলল।
ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার খানজাতাপুর গ্রামে। মৃত যুবকের নাম রঞ্জিত মন্ডল।
জানা যায়, মামাবড়ির কাছেই এক কলেজ ছাত্রীর সঙ্গে প্রেম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান এই যুবক। সেখানেই তাঁকে রাতভর আটককে রেখে মারধরের পর গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারে প্রেমিকার বাড়ির লোক। শনিবার ভোর রাতে তাঁকে পুড়তে দেখে স্থানীয়রা ছুটে আসে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে ভূপতিনগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নৃশংস এই ঘটনার জন্য মৃত ব্যক্তির প্রেমিকা সায়নী মণ্ডল-সহ পরিবারের ছয় জনকে আটক করেছে পুলিশ।
জানাযায়, রাতের অন্ধকারে সায়নীর সঙ্গে দেখা করতে আসায় রঞ্জিতকে ধরে মারধর শুরু করে সায়নীর পরিবার। তারপরই গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।