বাংলাদেশের বিপক্ষে সিরিজেই ফিরছেন কিউই তারকা ক্রিকেটার

আগামী ১০ই ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড মিশন শুরু হবে বাংলাদেশ দলের। এরপর আগামী ১৩ই ফেব্রুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

আর সেই সিরিজ দিয়েই দলে ফিরছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাননি গাপটিল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন অনুশীলনে চোট পেয়ে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে যান গাপটিল।

তবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়েই কিউই দলে ফিরবেন তিনি। আগামী ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৭টায়।

নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্যে আগামীকাল বুধবার (৬ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। এরপর আগামী ৯ ফ্রেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাকি ক্রিকেটাররা।