বিতর্ক শুরু সানিয়া মির্জার পোস্ট নিয়ে

ভারতে জঙ্গি হামলায় ভারতের ৪০ জন সেরা নিহত হয়েছে। আর এই ঘটনায় পুরো ভারতে তোলপাড়। ঠিক এমন সময়ে নিজের নতুন পোশাক পড়ে ছবি আপলোড করেছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। আর তাতেই যত ঝামেলা।

গত বৃহস্পতিবার সানিয়া তার ইনস্টগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন। পাশাপাশি নিজের টুইটারে তিনি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রাম পোস্টের লিঙ্ক।

জঙ্গি হামলার পর সানিয়ার এমন পোস্টে হামলে পড়ে সমালোচকরা। অনেকেই তাকে কটুক্তি করতে থাকে। কেউ কেউ ব্যঙ্গ করে জানতে চায় কেন এমন পরিস্থিতিতে তার পোশাক দেখাতে ব্যস্ত? কেউ কেউ আবার পাকিস্তানকে নিয়েও আক্রমন করে এই পোস্টে।

পরে অবশ্য আরেকটি পোস্টে সানিয়া শোক প্রকাশ করেন। তবে অনেকেই আবার এই পোস্টকে দায়ে পড়ে করা বলে কটাক্ষ করেন।