চলতি বছরের মে মাসে পর্দা উঠতে যাচ্ছে ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। আগামী ৩০ মে ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ইংল্যান্ড বিশ্বকাপের। আর আসন্ন এই বিশ্বকাপে নিজের ফেভারিট দলের নাম জানালেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন।
বিশ্বকাপে ফেভারিট হিসেবে ক্রিকেটমহল ভারতের সঙ্গে ইংল্যান্ডকে অন্যতম ফেভারিট দল হিসেবে মনে করছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে শক্তিশালী দল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড ও ভারতকেই ফেভারিট মানছেন নাসের।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য কাগজে কলমে ইংল্যান্ড আর ভারতই শিরোপার দাবিদার কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে বিবেচনা করলে আরও কয়েকটি দল আছে।’