নেইমারের ইনজুরি পরও গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ হয়ে গেলেও ঘরোয়া লিগে ছিল অপ্রতিরোধ্য। কিন্তু এবার নেইমারের ইনজুরির পর ঘরোয়া লিগেও বিপদের গন্ধ পাচ্ছে তারা।
ম্যাচে হয়তো জিততেছে। কিন্তু সেটা আর সেই একতরফা লড়াইয়ের মত করে নয়। জিততে তাদের বেশ কষ্ট করতেই হচ্ছে। কিছুদিন আগে লিগে তাদের প্রথম হারের স্বাদ দিয়েছিল লিও।
এবার তাদের আটকে দিয়েছিল বোরডাক্স। তবে শেষ পর্যন্ত প্রথমার্ধে পাওয়া পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচের ৪২ মিনিটে গোলটি করেন এডিসন কভানি।
এই জয়ে ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শিরোপার দিকে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।