ব্যাটিংয়ে ভারত, দু’দলের একাদশে আছেন যারা

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজ মাঠে নামে ভারত। ভিশাখাপত্তনমে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ভারত। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

অস্ট্রেলিয়া একাদশ- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, জেসন বেহেনডর্ফ, নাথান কাউল্টার নিল, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, ডি’আরকি শর্ট, মার্কাস স্টইনিস, অ্যাশটন টার্নার এবং অ্যাডাম জাম্পা।

ভারত একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঋষভ পান্ট, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, মায়াঙ্ক মারকান্দে, উমেশ যাদব, জসপ্রিত বুমরাহ।