ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

ঘরের মাঠে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের কোনোটিতেই জয় পায়নি অস্ট্রেলিয়া। এবার ভারতের মাটিতে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়া। আর সেই সিরিজের আগে বড় এক দুঃসংবাদ পেল দলটি। ইনজুরির কারণে পুরো সফর থেকেই ছিটকে গেছেন মিচেল স্টার্ক।

আর তাই তারকা এই বোলারকে ছাড়াই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ ব্যাপারে নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘ইনজুরির কারণে ভারত সফরে নেই স্টার্ক। তবে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজে তাকে ফেরানো হবে।’

স্টার্কের পরিবর্তে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন কেন রিচার্ডসন। দল থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। অন্যদিকে সহোদর শন মার্শকে ভারত সফরের শুরুর দিকে পাবে না অস্ট্রেলিয়া। এছাড়াও দলে ডাক পেয়েছেন অ্যাশটন টার্নার এবং ডি’আরকি শর্ট।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডঃ অ্যারন ফিঞ্চ, প্যাট কামিনস, অ্যালেক্স ক্যারে, জেসন বেহেনডর্ফ, নাথান কাউল্টার নিল, পিটার হ্যান্ডসকম্ব, উসমান খাজা, নাথান লিয়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’আরকি শর্ট, মার্কাস স্টইনিস, অ্যাশটন টার্নার এবং অ্যাডাম জাম্পা।