স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী মার্চের মধ্যে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। অচিরেই আরও ১০ হাজার ডাক্তার নিয়োগের জন্য কাজ করছি।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সংসদে শাহে আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, আগামী মার্চের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হবে। বিষয়টি এখন পিএসসির মাধ্যমে আছে। এই ১০ হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হলে ডাক্তারের সমস্যা আর থাকবে না।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘ডাক্তারদের অভাবে দেশে বিদ্যমান ইউনিয়ন স্বাস্থ্যসেবা ক্লিনিকগুলো পরিত্যক্ত অবস্থায় নেই। কারণ দেশের অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক কর্মরত আছেন। তবে কেন্দ্রগুলোতে এমবিবিএস ডাক্তারের পদ শূন্য থাকায় গরিব জনসাধারণ উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে।’