মাশরাফির চাওয়া পূরণে ব্যর্থ তামিমরা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। আজ সিরিজের তৃতীয় ম্যাচে কিউইদের দেয়া ৩৩১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ দল। এদিকে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে টপ অর্ডারের ব্যাটসম্যানদের কাছে রান চেয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

কিন্তু মাশরাফির চাওয়া পূরণ করতে ব্যর্থ হয়েছেন তামিম-লিটনরা। প্রথম দুই ম্যাচে ১০ রান করা তামিম আজকের ম্যাচে রানের খাতা না খুলেই বিদায় নিয়েছেন। অন্যদিকে লিটন বরাবরের মতই ব্যর্থ।

প্রথম দুই ম্যাচে ২ রান করা লিটন আজ ফিরেছেন ১ রান করে। অন্যদিকে আজকের ম্যাচে ব্যর্থ হয়েছে সৌম্য। রানের খাতা না খুলেই ফিরেছেন তিনি। টপ অর্ডারদের কাছে মাশরাফি শেষ ওয়ানডেতে রান চেয়েছিলেন। কিন্তু মাশরাফির চাওয়া পূরণে ব্যর্থ হয়েছেন তারা।