এবারের বিপিএলে প্রথম ৬ ম্যাচের দুটি জিতেছিল রংপুর রাইডার্স। এরপর টানা ৬ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠে।
প্রথম ৬ ম্যাচে রংপুর রাইডার্সের ব্যাটিংয়ে তেমন কোন জোড় ছিল না বললেই হয়। একমাত্র রুশোই কেবল দলকে টেনে নিচ্ছিল। কিন্তু ৬ ম্যাচ পর যখন ভিলিয়ার্স যোগ দিল এবং আলেক্স হেলস ফর্মে ফিরল, তখন থেকেই সব ঘুড়ে গেল। আর একের পর এক ম্যাচে বিদেশি ব্যাটসম্যানদের নৈপুন্যেই ম্যাচ জিততে লাগল রংপুরর।
কিন্তু ইনজুরিতে পড়ে হেলস এবং ভিলিয়ার্স চলে যাওয়ার পর যেন রংপুরের ব্যাটিং যেই-সেই হয়ে গেছে। এই দুই তারকা চলে যাওয়ার পর প্রথম ম্যাচেই তারা হেরেছে কুমিল্লার বিপক্ষে।
আজ আবারও সেই পরীক্ষার পালা। এবারের পরীক্ষাটি আরও কঠিন। তাদের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। কুমিল্লার বিপক্ষে হারের পর ফাইনালে যাওয়ার একটি সুযোগ পেয়েছিল তারা। কিন্তু আজকে সেই্ সুযোগটি হারালে আর কোন সুযোগ নেই।
তাই কিছুদিন আগেও তাদের নিয়ে আতঙ্কে থাকত প্রতিপক্ষ দলগুলো, সেই তারাই এখন আতঙ্কে আছে একই বিষয় নিয়ে। পার্থক্য শুধু, প্রতিপক্ষ আতঙ্কে থাকত কিভাব আউট করবে। আর এখন রংপুর আতঙ্কে আছে নিজেদের এই ব্যাটসম্যানদের হারিয়ে।