রাজধানীর প্রতিটি বাসে সিসি ক্যামেরা লাগাব: মেয়র প্রার্থী আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, মেয়র নির্বাচিত হলে রাজধানীর প্রতিটি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশন এলাকায় নির্বাচনী জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাসের মধ্যে আমাদের মা-বোনরা ইভটিজিং ও নানা ধরনের হয়রানির শিকার হন। তারা যৌন নির্যাতন ও ইভটিজিংমুক্ত নগরী চান। তাই আপনারা আমাকে মেয়র নির্বাচিত করলে ঢাকার প্রতিটি বাসে সিসি টিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করব।

আতিকুল ইসলাম বলেন, আমাদের নগরবাসী চায় সুন্দর ও বাসযোগ্য নগরী। আমি মেয়র নির্বাচিত হলে সুন্দর ও বাসযোগ্য নগরী উপহার দেয়াই হবে মূল লক্ষ্য।

তিনি বলেন, ঢাকার উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। আসন্ন উপ-নির্বাচনে নৌকা বিজয়ী হলেই আমরা ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে পরব।