গত ৮ই ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। এবারের আসরের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বিপিএল মাতিয়েছেন এনামুল হক বিজয়। বিপিএল শেষ হতেই দেশ ছেড়েছেন কুমিল্লার উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
স্ত্রী ফারিয়া ইরাকে নিয়ে কাশ্মীর উড়ে গেছেন বিজয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সেই পোস্টে বিজয় লিখেছেন, ‘কাশ্মীর যাচ্ছি।’
সদ্য সমাপ্ত বিপিএলের এবারের আসরে কুমিল্লার হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন বিজয়। ১৪ ম্যাচ খেলে ব্যাট হাতে ২০০ রান করেছেন তিনি। সেই সঙ্গে তার ডিসমিসালের সংখ্যা মাত্র ৯টি।
বিপিএল শেষ করে নিউজিল্যান্ড সফরে উড়াল দিয়েছে বাংলাদেশ দল। কিন্তু নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পাননি বিজয়। আর তাই অবসর সময়টা স্ত্রীর সঙ্গেই কাটাচ্ছেন তিনি।