শূন্য রানেই ৬জন আউট, ২৪ রানে শেষ

ম্যাচের মাত্র শুরু। তাতেই ম্যাচ শেষ। অনেক দর্শক টিকিট কেটে মাঠের ঢুকার আগেই ম্যাচের শেষ। এমনই এক ম্যাচ দেখল এবার ক্রিকেট বিশ্ব।

ওমান এবং স্কটল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের চিত্রটা ছিল এমনই। সব মিলিয়ে ১০০ ওভারের ম্যাচ স্থায়ী ছিল কেবল ২০ ওভার।

প্রথমে ব্যাটিং করতে নেমে স্কটল্যান্ডের বোলারদের তোপে পড়ে মাত্র ২৪ রানেই অল আউট হয় ওমান। দলের খাওয়ার আলী সর্বোচ্চ ১৫ রান করেন।

দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ২। মোহাম্মদ নাদিম ও লালচেতা করেন ২ রান করে। ৬জন আউট হন শূন্য রানেই। বাকি দুজন করেন ১ রান করে।

স্কটল্যান্ডের স্মিথ ও নেইল ৪টি করে এবং ইভানস ২টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে ৩.২ ওভারে কোন উইকেট না হারিয়েই জিতে যায় স্কটল্যান্ড। কোটজার ১৬ ও ক্রস ১০ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন।