শূন্য রানে এক উইকেট, ১ রানে দুই উইকেট, দুই রানে তিন উইকেট। এটাই ছিল বাংলাদেশের ব্যাটিংয়ের শুরু। এরপর এখন বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান। আর এই আসার পথে লড়াই করছেন সাইফউদ্দিন ও সাব্বির রহমান।
শূন্য রানে তামিম, এক রানে সৌম্য, দুই রানে বিদায় নেন লিটন দাস। এরপর দলীয় ৪০ রানের মাথায় মুশফিক ও ৬১ রানে বিদায় নেয় মাহমুদউল্লাহ রিয়াদ।
এরপরই লড়াই করে সাব্বির ও সাইফউদ্দিন। এই দুজনের দারুণ এক জুটিতে অসম্ভব টার্গেটের পেছনে ছুটছে বাংলাদেশ। এই ছুটে চলার পথে অর্ধশতক তুলে নিয়েছেন সাব্বির রহমান। তিনি অপরাজিত আছেন ৫২ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন সাইফ উদ্দিন। তিনি অপরাজিত আছেন ৩৩ রানে।