নিউজিল্যান্ড এর বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে হারলেও সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেট দলের। এদিকে আম্বাতি রায়াডুর অনবদ্য ৯০ রানের পর বল হাতে দুরন্ত মোহাম্মদ শামি, হার্দিক পাণ্ডিয়া ও যুবেন্দ্র চাহাল। এদিকে নিউজ়িল্যান্ডের বিপক্ষে ৪-১ সিরিজ জিতে উঠে ভারতের হেড কোচ রবি শাস্ত্রীর মুখে শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার প্রশংসা। গতকাল রবিবার ম্যাচের পরে সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেন, ‘হার্দিক যে ভাবে ফিরে এল, সেটা দেখে দারুণ লাগছে। ও জন্মগত প্রতিভা। একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে।’
এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজ়িল্যান্ড সিরিজে দলে ফিরেন হার্দিক পান্ডিয়া। এদিকে রবিবার দলের চাপের মুখে তাঁর ব্যাট থেকে আসে ২২ বলে ৪৫ রান। তাছাড়া এক ওভারে পরপর তিনটি ছয়ও মারেন তিনি। এ নিয়ে রবি শাস্ত্রী বলছেন, ‘ব্যাট হাতে হার্দিক কী করতে পারে, সেটা এ দিন বোঝা গিয়েছে। শেষ দিকে ও যে ২০-৩০ রান করে দিল, সেটাই কিন্তু আসল পার্থক্য গড়ে দিয়েছে এই ম্যাচে।’
এ সময় শুধু হার্দিকই নয়, মোহাম্মদ শামির প্রশংসাও শোনা যায় তার মুখে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ শামি। এ সময় মোহাম্মদ শামিকে নিয়ে শাস্ত্রীর বলেছেন, ‘দল হিসেবে আমরা অস্ট্রেলিয়া-নিউজ়িল্যান্ডে ভাল খেলেছি। আমাদের প্রথম দিকের ব্যাটসম্যানরা ভাল খেলেছে। কিন্তু গত পাঁচ মাসের পারফরম্যান্সের বিচারে কাউকে যদি আলাদা করে বেছে নিতে বলেন, তা হলে আমি এক জনেরই কথা বলব। মোহাম্মদ শামি।’
এ সময় ভারতের বিশ্বকাপ দল নিয়ে রবি শাস্ত্রী বলেন, ‘বিশ্বকাপে দলটা প্রায় গুছিয়ে আনা হয়েছে। দু’একটা জায়গা হয়তো দেখে নিতে হবে। মোটামুটি সবাই নিজের জায়গা পাকা করে ফেলেছে। এখন চাইব, বিশ্বকাপের আগে এই পাঁচটা ম্যাচে যেন কেউ ফর্ম না হারায়। বরং সামনে যা সুযোগ পাওয়া যাবে, তা সবাইকে কাজে লাগাতে হবে।’