১২টি দল নিয়ে ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে টি-২০ লিগ

বাংলাদেশের একমাত্র লিস্ট-এ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে চলছে তোড়জোড়। কথা ছিলো ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এবারের আসরটি। কিন্তু হঠাৎই পিছিয়ে এই মাসেই নতুন আঙ্গিকে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা (সিসিডিএম)।

এদিকে সিসিডিএমের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে আরো সিদ্ধান্ত নেয়া ৫০ ওভারের ডিপিএল শুরুর আগেই নয়া এই টুর্নামেন্টটি আয়োজন করতে চান কর্তৃপক্ষ। ২৫শে ফেব্রুয়ারি ডিপিএল শুরুর কথা থাকলেও তা পিছিয়ে নির্ধারণ করা হয়েছে মার্চ মাসে। আর ২৫শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে নয়া এই আসর।

এ ব্যাপারে সিসিডিএমের সমন্বয়ক আমিন খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা ১২টি ক্লাব নিয়ে টি-টোয়েন্টি লিগ শুরু করতে চাচ্ছি ওয়ানডে ফরম্যাটের আগেই। কারণ সবার মতামত হলো পরে শুরু করলে এই টুর্নামেন্টের গুরুত্ব কমে যাবে।’

‘তাই ২৫শে ফেব্রুয়ারি আমরা এই নতুন টি-টোয়েন্টি লিগ শুরু করবো বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। টানা এক সপ্তাহ চলবে এই টুর্নামেন্ট। এরপর দুই তিনদিন বিশ্রাম দিয়ে শুরু হবে ওয়ানডে ফরম্যাটে।’

এদিকে নিউজিল্যান্ড সফরে থাকায় বাংলাদেশের অধিকাংশ তারকা ক্রিকেটাররা উক্ত আসরে খেলতে পারেবন না। তবে ওয়ানডে ফরম্যাটে ঢাকা লীগ পিছিয়ে গেলে জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারদের সর্বোচ্চ অংশগ্রহন নিশ্চিত করতে পারবে সকল ক্লাব।