অধিনায়ক হিসেবে প্রথম ট্রফির স্বাদ পেতে চান ইমরুল

চলতি বিপিএলে ২০১৫ সালে বিপিএলের শিরোপা জেতা দল কুমিল্লার অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। কিন্তু ইনজুরিতে আক্রান্ত হয়ে দেশে ফিরে যান তিনি। স্টিভ স্মিথ দেশে ফিরে গেলে কুমিল্লার অধিনায়কত্বের দায়িত্ব দেয়া দেশিয় তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। ইমরুল কায়েস কুমিল্লার হয়ে ২০১৫ সালে শিরোপর জয়ে সদস্যদের একজন ছিলেন।

আর এবার তার উপর দেয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। তার নেতৃত্বে দ্বিতীয় বারের মতো ফাইনালে ওঠে কুমিল্লা। অধিনায়ক হিসেবে আগে কখনই শিরোপা ছোঁয়া হয়নি এই বাঁ-হাতি ওপেনারের। এখন এই মুহূর্তের সামনে দাঁড়িয়ে ইমরুল। তাই শিরোপা স্বপ্নে বিভোর তিনি। বুধবার রংপুরকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে আজ শুক্রবার ঢাকা বিপক্ষে মাঠে নামবে সন্ধ্যায়।

ফাইনালে নিজের পরিকল্পনা জানিয়ে ইমরুল বলেন, ‘এখানে না বলে পরিকল্পনা নিজেদের মধ্যে রাখাই ঠিক হবে। শুধু আমি নয়, আমাদের সবাই রোমাঞ্চিত ফাইনাল নিয়ে। প্রত্যেক খেলোয়াড় চায় ফাইনালে খেলতে। চ্যাম্পিয়ন হতে। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি আমি একবার পেয়েছি।’

তিনি বলেন, ‘স্নায়ু ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। যারা মাথা ঠাণ্ডা রেখে খেলতে পারবে তাদেরই সুযোগটা বেশি থাকবে। উত্তেজিত হলে সাফল্যের সম্ভাবনা কমে আসে। মাঠে সব কিছু ঠিকঠাক করতে পারলে আমাদের ভালো সুযোগ থাকবে।’

ফাইনালে ফলাফলটা নিজে হবে আশা প্রকাশ করে ইমরুল বলেন, ‘প্রথম থেকে ফাইনাল পর্যন্ত আমরা ভালো খেলেছি। প্রত্যেক ক্রিকেটার মন থেকে চেয়েছে ফাইনাল খেলতে। আসলে ফাইনাল খেলা ভাগ্যের ব্যাপার। আগে থেকে বলা সম্ভব নয়। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা খেলার। আর সেটা খেলতে পারলে ইনশাআল্লাহ ফলাফল আসবে।’