অবশেষে দুদকের ৩৩ মামলার ভুল আসামির মুক্তি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩৩ মামলার ভুল আসামি জাহালমকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ভুল মামলায় তিন বছর কারাগারে থাকার পর অব্যাহতি পাচ্ছেন জাহালম। আজই তাকে মুক্তি দিতে ডিআইজি প্রিজন্সকে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

রবিবার (৩ ফেব্রুয়ারি) শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে দেশের জাতীয় একটি দৈনিকে “৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে: ‘স্যার, আমি জাহালম, সালেক না…” শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের মামলায় ‘ভুল আসামির’ কারাগারে থাকার ব্যাখ্যা জানতে দুদক চেয়ারম্যানের মনোনীত প্রতিনিধিসহ চারজনকে তলব করেন হাইকোর্ট।