অবশেষে নামিয়ে ফেলা হলো ইমরান খানের প্রতিকৃতি

গেল বৃহস্পতিবার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪০ জন সেনা নিহত হয়েছে। আর এমন ঘটনায় দোষারোপ করা হচ্ছে পাকিস্তানকে।

এই ঘটনার জেরে ভারতের গুরুত্বপূর্ণ জায়গা থেকে ইমরান খানের প্রতিকৃতি নামিয়ে ফেলা হচ্ছে। কিংবদন্তি ক্রিকেটার হিসেবে ভারতেও অনেক খ্যাতি রয়েছে ইমরান খানের। কিন্তু তিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি কিনা আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলেছেন।

এদিকে ভারতের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়াতে (সিসিআই) কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স, কপিল দেব, ইয়ান বোথাম, রিচার্ড হেডলি এবং জ্যাক ক্যালিসের সঙ্গে ছিলেন ইমরান খানের দুটি প্রতিকৃতি। কিন্তু কাশ্মীরের ঘটনায় ইমরান খানের একটি প্রতিকৃতি এরই মধ্যে নামিয়ে ফেলা হয়েছে। আরেকটি খুব শীঘ্রই ঢেকে ফেলা হবে বলেই ঘোষণা করা হয়েছে।